ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৩ জন।
শনিবার (১২ মার্চ) সকালে ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১১ মার্চ) রাতে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢুলিভিটা-ধামরাই বাজার সড়কের মমতাজ মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকার নাসির উদ্দীন খানের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) ও তার দুই ছেলে নাসিব খান (২০), ছোটন খান (১৮)।
আহতরা হলেন অটোরিকশা চালক ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামের আবুল দেওয়ানের ছেলে শাহ আলম (৩২), একই এলাকার মামুনের ছেলে তুষারসহ (২৪) ও আরও এক ব্যক্তি।
ভাড়ারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীমুজ্জামান শামীম জানান, রাত সাড়ে ৮টার দিকে মামার বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন পিয়ারা বেগম ও তার দুই ছেলে। অটোরিকশাটি মমতাজ মেডিকেল হাসপাতালের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সবাই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত পিয়ার বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে ঢাকায় পাঠান। পরে পথেই তাদের মৃত্যু হয়।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুই ছেলেসহ মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।